Site icon Jamuna Television

এমপির বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ, চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

চট্টগ্রাম-৪ আসনের (সীতাকুণ্ড) সংসদ সদস্য দিদারুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে আগামীকাল সোমবার ভোট ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ঘোষণা দেয়। জানানো হয়েছে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার এই ধর্মঘটের আওতায় থাকবে।

এসময় শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, গত ১০ জানুয়ারি সংসদ সদস্য দিদারুল ইসলাম তার বাসায় চট্টগ্রাম-সীতাকুণ্ড রুটে চলাচলকারী পরিবহন মালিক সমিতির নেতাদের ডেকে নেন। এসময় তাদের সাথে বৈঠক করেন তিনি।

বৈঠকে এই রুটে চলাচলকারী যানবহনের নিয়ন্ত্রণ তার হাতে ছেড়ে দেয়ার হুমকি দেন। অন্যথায় প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর প্রতিবাদ জানালে দুই শ্রমিক নেতাকে মারধর করে তার অনুসারীরা। এ ঘটনার প্রতিবাদে এ ধর্মঘট।

Exit mobile version