Site icon Jamuna Television

অভিযানের খবরে দোকান বন্ধ রাখলে লাইসেন্স বাতিল

ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন

অভিযানের খবর পেয়ে যারা দোকান বন্ধ করে চলে যায়, তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

রোববার সকালে র‍্যাব, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানের উদ্বোধন করে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, ভেজালবিরোধী অভিযানের মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সাইদ খোকন বলেন, রাজধানীতে আগামী ৭ দিন বিশেষ অভিযান চলবে; এর মাধ্যমে খাদ্যে ভেজাল অনেকাংশে কমে যাবে। জরিমানা আদায়ের মাধ্যমে অভিযান পরিচালনা খুব একটা কাজে আসছে না বলেও জানান তিনি। এসময় তিনি প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version