Site icon Jamuna Television

আশুলিয়ায় পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া

আজও সাভারের আশুলিয়ায় বেতন বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

সকালে দাবি-দাওয়া নিয়ে বাইপাইল-আবদুল্লাপুরসহ বিভিন্ন সড়কে অবস্থান নেয় পোশাক কর্মীরা। বিক্ষিপ্তভাবে তারা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় শ্রমিকদের।

পরে জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশুলিয়ায় বিভিন্ন কারখানার সামনে ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Exit mobile version