Site icon Jamuna Television

তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে: আইনমন্ত্রী

সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তারেক রহমান ২১ আগস্ট ও দুর্নীতির মামলায় দণ্ডিত, তাই দ্রুত দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করা হবে।

রোববার সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করতে গিয়ে একথা জানান তিনি। আইনমন্ত্রী জানান, শীর্ষ মানবতাবিরোধীদের আপিল শুনানি দ্রুত শেষ করার তাগাদা দেয়া হয়েছে।

বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে ডক্টর কামাল হোসেনের অবস্থান পরিস্কার নয় বলে মন্তব্য করেন তিনি। তবে তারেক রহমানের ব্যাপারে সরকারের কঠোর অবস্থানের বিষয়টি পরিস্কার করেন তিনি।

Exit mobile version