Site icon Jamuna Television

সংলাপের এজেন্ডা জানলে সিদ্ধান্ত নেবে বিএনপি: খসরু

সুষ্ঠু নির্বাচনের আলোচনা ছাড়া অন্য কোন ইস্যুতে সংলাপের সুযোগ আছে বলে মনে করে না বিএনপি। এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, নির্বাচনের কয়দিনের মাথায় সংলাপের ঘোষনা অপ্রত্যাশিত দলটির নেতা-কর্মীদের কাছে। তারপরও, আনুষ্ঠানিক প্রস্তাব পেলে দল আর জোটের সাথে আলোচনার পর চুড়ান্ত প্রতিক্রিয়া জানাবে দলটি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সংলাপের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। আর সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্য কোন ইস্যুতে সংলাপ হলে-অর্থহীন হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে আজ রোববার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসবেন।

Exit mobile version