Site icon Jamuna Television

বিএনপির সংসদে যাওয়া উচিত: বি চৌধুরী

বিএনপির সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী।

বিকেলে বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন সাবেক এই রাষ্ট্রপতি।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দলের মহাসচিব মেজর (অব:) মান্নান ও মাহী বি চৌধুরীকে সংবর্ধনা দেয় বিকল্প যুবধারা। অনুষ্ঠানে বি চৌধুরী আরো বলেন, ষড়যন্ত্রকারীদের ছিন্ন ভিন্ন করে নির্বাচনে জনগণের জয় হয়েছে। জামায়াত নিয়ে ড. কামালের বিলম্ব উপলব্ধির জন্য ধন্যবাদ জানান বিকল্প ধারার প্রেসিডেন্ট।

Exit mobile version