Site icon Jamuna Television

সিলেটে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা

ভোটের দিন সহিংসতায় নিহত এক ছাত্রদল নেতার পরিবারকে সমবেদনা জানাতে সিলেটে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বেলা সাড়ে এগারোটার পরে ঐক্যফ্রন্ট নেতাদের বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাদের শুভেচ্ছা জানান স্থানীয় নেতারা। পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান(রহ.) এর মাজার জিয়ারতে যান মির্জা ফখরুলসহ অন্যরা। সেখান থেকে তারা যাবেন বালাগঞ্জে। ভোটের দিন সহিংসতায় নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন তারা। সফরকারী দলে আছেন জাসদের সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

Exit mobile version