Site icon Jamuna Television

আর কোনো দিন সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না: নাসিম

নতুন করে ভিন্নরূপে চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সাথে এও বলেছেন, ‘তারপরও শেখ হাসিনার ওপর আস্থা রেখে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে।’

আজ সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সদ্য প্রয়াত বরেণ্য রাজনীতিক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় এসব বলেন তিনি।

নাসিম বলেন, এদেশে আর কোনো দিনও মৌলবাদ কিংবা সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। বিরোধী দলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে বলে মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে এই নির্বাচনে গণরায় দিয়েছে দেশের জনগ।

Exit mobile version