Site icon Jamuna Television

বিএনপি সংসদে না এলে ভুল করবে: তোফায়েল আহমেদ

রাজনৈতিক হৃদ্যতা সুসংহত করতে প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেয়া দলগুলোর সাথে আলোচনায় বসবেন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

সোমবার দুপুরে ভোলার ইলিশা ও পরাণগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও টাকা প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি সংসদে না এলে ভুল করবে। ভাষানী ন্যাপের মতো অস্তিত্ব সংকটে পড়বে তারা। তাই ভুল না করে সংসদে এসে নিজেদের বক্তব্য তুলে ধরা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি যে জাতীয় সংলাপের আহ্বান করেছে এটা তাদের সঙ্গে তাদের সংলাপ। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন। তাদের সঙ্গে আবারও বসবেন। দেশের সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে সেখানে।

Exit mobile version