Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা নিয়োগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপদেষ্টাদের নিয়োগ দেয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সর্ম্পক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। নিয়োগপ্রাপ্তরা আগেও একই পদে দায়িত্ব পালন করেছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

Exit mobile version