Site icon Jamuna Television

পাবনায় অস্ত্র ও গুলিসহ আটক ১

পাবনা প্রতিনিধি:

পাবনায় একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ রাসেল বিশ্বাস (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক রাসেল পাবনা পৌর সদরের চর শিবরামপুর মহল্লার জামাল বিশ্বাসের ছেলে।

আটককৃত ব্যক্তি একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

পাবনা সদর ফাঁড়ির পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে স্লুইচ গেট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version