Site icon Jamuna Television

শ্রীমঙ্গলে দেড় লাখ টাকার বাঘাইড় মাছ!

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেড় মণ  ওজনের একটি বাঘাইড় মাছ দাম হাঁকা হচ্ছে দেড়লাখ  টাকা। শ্রীমঙ্গলের মাছ বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত একদিনের মেলায় এই মাছটি বিক্রির জন্য নিয়ে এসেছেন এক ব্যবসায়ী।
মেলায় অন্যান্য মাছ থাকলেও সেখানে মূল আকর্ষণ হয়ে ওঠে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ।

মাছটির বিক্রেতা হাফিজ আহমেদ জানান, মেঘনা নদী থেকে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ৬০ কেজি। তিনি এর দাম হাঁকছেন দেড় লাখ টাকা। তবে বিকেল পাঁচটা পর্যন্ত মাছটির দাম উঠেছে ৮০ হাজার টাকা পর্যন্ত । তিনি প্রত্যাশা করেন মাছটি বিক্রি হয়ে যাবে।

এদিকে মেলা উপলক্ষে পুরো বাজারে বড় আকৃতির নানা ধরনের মাছ আনা হয়েছে। রুই, কাতলা, ব্রিগেড, সিলভার কার্প, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়সহ বিশাল আকৃতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।

শ্রীমঙ্গল মাছ বাজার পরিচালনা কমিটির সহ সভাপতি মো. হান্নান মিয়া বলেন, একদিনের এই মেলা উপলক্ষে এখানে বিক্রির জন্য বড় বড় মাছ আনা হয়েছে। একসঙ্গে এত বড় মাছ বছরের অন্য সময় বাজারে চোখে পড়ে না।  আজকের মেলার সব চেয়ে বড় মাছ এই বাঘাইড়।

Exit mobile version