Site icon Jamuna Television

মাদারীপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাদারীপুর প্রতিনিধি:

মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি ঔষধের দোকানে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন এর নের্তৃত্বে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫১ ধারা আইনে ৭ টি দোকানকে ১৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

Exit mobile version