Site icon Jamuna Television

ইরানে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৫ সেনা নিহত

ইরানের আলবুর্জ প্রদেশে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে ১৫ সেনা। সোমবারের দুর্ঘটনায় বেঁচে যান এক সেনা।

কর্তৃপক্ষ জানায়, কিরগিজস্তানের বিশকেক থেকে মাংসের চালান নিয়ে ফিরছিলো বোয়িং কার্গো সেভেন জিরো সেভেন বিমানটি। ফাথ বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে সেটি। রানওয়ের বাইরে দেয়াল ভেঙ্গে আবাসিক এলাকায় ঢুকে পড়ে সামরিক বাহিনীর বিমানটি। এরপর আগুন ধরে যায় সেটিতে। খারাপ আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা বলে দাবি ইরানের সামরিক বাহিনীর।

Exit mobile version