Site icon Jamuna Television

অস্ত্র-ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগ সভাপতি আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুৎফর রহমান মোল্লাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুইশত পিচ ইয়াবা জব্দ করে পুলিশ। আটক লুৎফর উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত্যু গিয়াস উদ্দিন এর ছেলে।

ছাত্রলীগ নেতা আটকের বিষয়টি নিশ্চিত করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ধরা পরে এই ছাত্রলীগ নেতা।

আটকের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ মো. রাকিবুল ইসলাম জানান, ইয়াবার বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে রাত ৯ টার দিকে ভাঙ্গা বাজারের চাল পট্টি এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় লুৎফরকে দু’শ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যাক্তির রাজনৈতিক পরিচয় জানা নেই তাদের, তারা ঘটনাস্থল থেকে ইয়াবা পাচারকারী হিসেবেই তাকে হাতে নাতে আটক করেছেন।

Exit mobile version