Site icon Jamuna Television

খাজা রহমতউল্লাহ আর নেই

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক খাজা রহমতউল্লাহ আর নেই। উচ্চরক্তচাপ জনিত কারণে সন্ধ্যায় হঠাৎই শেষ নি:শ্বাস ত্যাগ করেন বর্তমান হকি ফেডারেশনের এই সহ সভাপতি। গত রাত থেকেই অসুস্থ বোধ করছিলেন হকি অঙ্গনের অন্যতম ব্যস্ত এই সংগঠক।

বিকেলে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ৫৪ বছর বয়সী কিংবদন্তি এই হকি তারকাকে। এশিয়ান হকির সেরা একাদশেও জায়গা করে নিয়েছিলেন খাজা রহমতউল্লাহ। দীর্ঘদিন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে সহ সভাপতি পদে থেকে প্রস্তুতি নিচ্ছিলেন আবারো নির্বাচনে অংশ নেয়ার। তার অক্লান্ত পরিশ্রমে ৩২ বছর পর দেশের মাটিতে সফল এশিয়া কাপের আয়োজন করে বাংলাদেশ।

 

Exit mobile version