Site icon Jamuna Television

সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপি’র কার্যক্রম শুরু

ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তায় শৃঙ্খলা ফেরাতে আজ থেকে শুরু হয়েছে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম। এই কর্মসূচি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে দাঁড়িয়ে ডিএমপি’র পক্ষ থেকে ট্রাফিক সচেতনতায় কাজ করছে পুলিশ। পথচারী ও যানবাহনগুলোকে নিয়ম পালনে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিতরণ করা হচ্ছে নানা সচেতনতামূলক লিফলেট ও ফেস্টুন।

নগরবাসীকে অনেকটা বাধ্য করেই ট্রাফিক আইন মানাতে কাজ করছে ট্রাফিকের সদস্যরা। ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম সফল করার জন্য নগরবাসীর কাছে সহযোগিতা চেয়েছে ডিএমপি।

Exit mobile version