Site icon Jamuna Television

সরকার খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করছে: রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাইরে রেখে ভোট ডাকাতির নির্বাচন সম্ভব ছিলো না; তাই মিথ্যা মামলায় তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় রিজভী অভিযোগ করেন, সরকার খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করছে। গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়ে রিজভী বলেন, একবার সংলাপ একবার শুভেচ্ছা বিনিময়ের কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছেন তিনি। আওয়ামী লীগের কথার সাথে কাজের মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।

পোশাক শ্রমিকদের আন্দোলনের বিষয়ে রিজভী আহমেদ বলেন, বিদেশী কাউকে সুবিধা দিতেই সরকার মালিক-শ্রমিককে মুখোমুখি করে এই শিল্প ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে।

Exit mobile version