Site icon Jamuna Television

‘সাভার-আশুলিয়ার কারখানায় শতভাগ উৎপাদন শুরু’

দু’একটি ছাড়া সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শতভাগ উৎপাদন শুরু হয়েছে। জানিয়েছেন ঢাকা জেলা পুলিশসুপার শাহ মিজান শাফিউর রহমান।

সকালে জামগড়া এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ নির্ধারিত সময়ের আগেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি জানান, পোশাক কারখানা ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এতে সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হবার কিছু নেই।

Exit mobile version