Site icon Jamuna Television

২০২০ সালে ঢাকা যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করবে: সাঈদ খোকন

২০২০ সালের জুনের পর থেকে ঢাকা যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করবে বলে জানান,ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। রাজধানীর গুলশানের লং বিচ হোটেলে “নগর দুর্যোগ ঝুকিঁ সহনশীলতা” বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় ভুমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে পরিচালিত নগর দুর্যোগ বিষয়ক চলমান দুটি প্রকল্প থেকে শিক্ষনীয় বিষয়গুলো প্রাধান্য পায় এই কর্মশালায়। প্রকল্প দুটির মধ্যে ঢাকা আর্থকোয়েড এন্ড ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস প্রকল্পটি বাস্তবায়ন করছে,জার্মান রেড ক্রস ও ক্রিশ্চিয়ান এইড । আর নগর ভিত্তিক দুর্যোগ সহনশীলতা প্রকল্পটি বাস্তবায়ন করছে,সেভ দ্যা চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কর্মশালায় উপস্থিত ছিলেন,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহম্মদ আলি।

Exit mobile version