Site icon Jamuna Television

সাংবাদিক শামীম আহমেদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি

সাংবাদিক শামীম আহমেদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

সেখানে সাংবাদিকরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বরিশালে কয়েকজন কারারক্ষীর হামলার শিকার হন দৈনিক যুগান্তরের বরিশাল প্রতিনিধি শামীম আহমেদ। এ ধরনের ঘটনা বন্ধে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা ।

Exit mobile version