Site icon Jamuna Television

চালের দর স্থিতিশীল আছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

বর্তমান বাজারে চালের দর স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। মঙ্গলবার বিকেলে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় যোগ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, প্রতিটি জেলা থেকে ধান ও চালের বাজার দর সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। এরপর বাজার দর স্থিতিশীল রাখতে জেলায়-জেলায় ধান-চাল বাজার দর মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয় করবেন স্ব-স্বে জেলার জেলা প্রশাসক। নির্বাচন ও ঘণ কুয়াশার কারণে বছরের শুরুতেই চালের বাজার দর ১/২ টাকা বেড়েছিলো। তবে মিল পর্যায়ে উৎপাদন ও সরবরাহ ঠিক থাকায় তা কমে এসে আবারো স্থিতিশীল হয়েছে।

সভায় খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। যাতে ধান-চালের বাজার দর কোন ভাবেই অস্থিতিশীল না হয়। এছাড়া কৃষকের ধানের নাজ্য মূল্য নিশ্চিত করতে মিলার ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। আলোচনা সভায় খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ওমর ফারুক, মহাপরিচালক আরিফুর রহমান অপুসহ রাজশাহী অঞ্চলের খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন।

Exit mobile version