Site icon Jamuna Television

মিয়ানমারে সেনাদের কার্যক্রমকে ‘রোহিঙ্গা নিধনযজ্ঞ’ বললো মার্কিন সিনেট

মার্কিন সিনেট কমিটির শুনানিনে প্রথমবারের মতো রাখাইনে সেনাবাহিনী ‘রোহিঙ্গা নিধনযজ্ঞ’ চালাচ্ছে, এমন দাবিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হলো। মঙ্গলবারই, এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি প্যাট্রিক মারফি জানান, রাখাইন সংকটের সাথে জড়িতদের বিরুদ্ধে খুব শিগগিরই পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময় রাতে ক্যাপিটল হিলের শুনানিতে, সিনেটররা জানান- রাখাইনে গণহত্যা চালাচ্ছে মিয়ানমারের সামরিক সদস্যরা; যারজন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। এছাড়া, দেশটির সাথে যুক্তরাষ্ট্র স্বাভাবিক পররাষ্ট্রনীতি বজায় রাখবে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। সিনেট কমিটির শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা বেন কার্ডিন জানান, সেনাবাহিনী সুকৌশলে ৬ লাখের বেশি রোহিঙ্গাদের দেশছাড়া করেছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। কমিটির চেয়ারপারসন ও রিপাবলিকান নেতা বব ক্রোকার বলেন, সহসাই মিয়ানমারের ওপর ফিরিয়ে আনা হতে পারে পূর্বের সব নিষেধাজ্ঞা ও অবরোধ। সিনেট শুনানির পর এক সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন প্রতিনিধি প্যাট্রিক মারফি জানান, মিয়ানমারের সেনা কর্মকর্তা ও রোহিঙ্গা সংকটের সাথে জড়িতদের ওপর আসছে মার্কিন খড়গ।

Exit mobile version