Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল দুই বাংলার (বাংলাদেশ-ভারত) কবি সাহিত্যিকদের মিলন মেলা। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ মিলন মেলা চলে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত আটচালা বাড়িতে দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের কবি সাহিত্যিকদের নেতৃত্ব দেন আশরাফ উদ্দীন তালুকদার এবং ভারতের কবি সাহিত্যিকদের নেতৃত্ব দেন অজয় চক্রবর্তী। দুই দেশের অন্তত ২৫ জন কবি সাহিত্যিক এ অনুষ্ঠানে অংশ নেন।

পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর। এর আগে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই দেশের কবি সাহিত্যিকরা। এসময় তাঁরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।

Exit mobile version