Site icon Jamuna Television

রাগ উঠলে ভাঙচুর করতে মন চায়? তাহলে সমাধান এখানে…

ঘনিষ্টজনের ওপর রাগ করেছেন? বা মেজাজ খারাপ হয়েছে বসের আচরণে? কিম্বা কোনো কারণ ছাড়াই বিরক্তি লাগছে? আশপাশের যা আছে সব কিছু ভেঙে চুরমার করে ফেলতে মন চাইছে!

তাহলে আপনার জন্য এই ভাঙচুরের সুযোগ নিয়ে এসেছে একটি প্রতিষ্ঠান। তবে এজন্য যেতে হবে চীনের রাজধানী বেইজিংয়ে। আপনার জন্য একটি ঘরে বিস্তর আয়োজন করে রাখা হয়েছে। ওখানে ঢুকে ভাঙবেন আর রাগ কমাবেন!

রাগমুক্তি ঘটাতে ওই ঘরে প্রাণখুলে যা খুশি ভাঙচুর করতে পারবেন আপনি। টিভি, স্পিকার, প্রেসার কুকার, বোতলও ভাঙতে পারেন।

ওই রুমে প্রবেশের আগে অবশ্যই আপনাকে প্রতিরক্ষামূলক পোশাক ও হেলমেট পরে নিতে হবে। সম্প্রতি ১৬ বছরের এক স্কুলছাত্রী রাগ কমাতে এই প্রতিষ্ঠানে এসেছিল।

তবে রাগের মুখে ভাঙচুর করতে মন চাওয়ার পর ওই রুমে গিয়ে যদি শুনেন ভাঙচুরের পর বেশ কিছু টাকা গুনতে হবে পকেট থেকে, তাহলে কিন্তু এমনিতেই উবে যেতে পারে সব রাগ! কী বলেন?!

Exit mobile version