Site icon Jamuna Television

সংরক্ষিত নারী আসনের মনোনয়নে রাজপথে সক্রিয়দের বিবেচনায় রাখা হবে: কাদের

দলের জন্য যারা কাজ করেছেন, রাজপথে সক্রিয় ছিলেন- সংরক্ষিত নারী আসনে তাদেরই বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দ্বিতীয় দিনের মত ফরম বিক্রি কার্যক্রম দেখতে গিয়ে এ কথা জানান তিনি।

গতকালের মত আজ বুধবারও মনোনয়নপ্রত্যাশীদের আনাগোনা আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। ২০ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসন রয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আওয়ামী লীগ মনোনয়ন দেবে ৪৩টি আসনের জন্য।

Exit mobile version