Site icon Jamuna Television

‘টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত, দেশে-বিদেশে নির্বাচন প্রশংসিত হয়েছে’

ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

একদাশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনকে একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার সকালে নগরীর দেওয়ান বাজারস্থ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংসদ নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিবেদন ও বিএনপির বক্তব্যের মধ্যে কোন পার্থক্য নেই। বিএনপি-জামায়াতের পক্ষে এই প্রতিবেদন দিয়েছে টিআইবি।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। বেশিরভাগ রাষ্ট্র সরকারকে অভিনন্দন জানিয়েছে। এই রকম নির্বাচন প্রশ্নবিদ্ধ না করে দেশের ভাবমূর্তি উজ্জল করতে টিআইবিকে পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, এর আগে পদ্মা সেতু নিয়েও মনগড়া কাহিনী প্রচার করেছিলো এই সংস্থাটি।

Exit mobile version