Site icon Jamuna Television

গ্রামে চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামের মানুষকে আরও ভালো চিকিৎসাসেবা দিতে গ্রামে চিকিৎসকদের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রী তার মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি গ্রহণের কথা জানান। বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ। মান উন্নয়নে তদারকি জোরদারের কথাও জানান মন্ত্রী।

মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন করা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সপ্তাহ উদযাপন করা, মাঠ পর্যায়ে কার্যক্রমের তদারকি শুরু করা, কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন, ইতমধ্যে গৃহীত পদোন্নতি প্রক্রিয়া শেষ করা, স্বাস্থ্য সেবা বিভাগের কার্যক্রমের প্রচার-প্রচারণা করা, হাসপাতালগুলোতে গ্রাহক ফি’র তালিকা টাঙ্গানো, সেবাগ্রহিতাদের অভিযোগ গ্রহণের জন্য ওয়েবসাইটে ‘অভিযোগ কর্নার’ চালু করা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জীপ গাড়ি প্রদান করা ইত্যাদি।

Exit mobile version