Site icon Jamuna Television

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বাধা নেই, স্থগিতাদেশ ও রুল খারিজ হাইকোর্টে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠানে আইনগত বাধা নেই। ভোটের ওপর স্থগিতাদেশ এবং রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আনিসুল হকের মৃত্যুতে উত্তর সিটির মেয়র পদটি শূন্য হয়।

গত বছরের ২৬ ফেব্রুয়ারি মেয়র পদে উপনির্বাচন এবং দুই করপোরেশনের সম্প্রসারিত ৩৬টি কাউন্সিলর পদে ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

সেই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ এবং কার্যকরিতার ওপর স্থগিতাদেশ চেয়ে গত বছরের ১৭ জানুয়ারি রিট আবেদন করেন ভাটারা ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। আবেদনে বলা হয়, মেয়র পদে নির্বাচন হতে করপোরেশনের ৭৫ শতাংশে ওয়ার্ডে কাউন্সিলর থাকা বাধ্যতামূলক।

নতুন ১৮টি মিলিয়ে ওয়ার্ডের সংখ্যা ৫৪, যাদের মধ্যে ৬৭ শতাংশ ওয়ার্ডে কাউন্সিলর থাকলেও, নেই ৩৩ শতাংশে। শুনানি শেষে এ বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। স্থগিত করেন তফসিল।

Exit mobile version