Site icon Jamuna Television

মেহেরপুর সীমান্তে ৬ রোহিঙ্গাকে পুশ ইন করেছে বিএসএফ

ভারত থেকে মেহেরপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বিজিবি জানায়, ভোরে মুজিবনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে ৪ শিশুসহ একটি পরিবার। কেদারগঞ্জ বাজারে কথাবার্তার সময় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। পরে পরিবারটিকে পুলিশ হেফাজতে থানায় নেয়া হয়। আটককৃতরা জানিয়েছে, সাত মাস আগে মিয়ানমার থেকে ভারতের পাঞ্জাবে পালিয়ে যায় তারা। সেখানে তাদের আটকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মেহেরপুর সীমান্তে নিয়ে আসে। আজ ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

Exit mobile version