Site icon Jamuna Television

হিন্দুরা হিন্দু থাকুন, মুসলিমরা মুসলিম থাকুন, ধর্মান্তরের কী প্রয়োজন: রাজনাথ

ভারতে গণহারে ধর্মান্তরিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। গতকাল খ্রিষ্টধর্মীয় একটি সংস্থার আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতে বাড়তে থাকা এই প্রবণতাকে অবশ্যই রোধ করতে হবে।

রাজনাথের মতে, “যদি কেউ স্বেচ্ছায় একটা ধর্ম গ্রহণ করে তাহলে তাতে কারো সমস্যা থাকার কথা নয়। কিন্তু যদি কোনো দেশে গণহারে ধর্মান্তরিত হওয়ার ঘটনা ঘটে তাহলে তা অবশ্যই উদ্বেগের। আপনি হিন্দু হলে হিন্দু থাকুন, মুসলিম হলে মুসলিম থাকুন, কিম্বা খ্রিষ্টান হলে আপনি খ্রিষ্টান ধর্মেই থাকুন। কিন্তু সারা বিশ্বকে কেন (নিজের ধর্মে) ধর্মান্তরিত করতে হবে?”

তিনি আরও বলেন, “আমেরিকা বা ব্রিটেন ইত্যাদি দেশে দেখা যায় সংখ্যালঘুরা ‘ধর্মান্তরবিরোধী আইন’ করার পক্ষে থাকেন। আর এখানে ভারতে দেখছি সংখ্যাগুরুরা ধর্মান্তরবিরোধী আইন চান। এটা আসলেই উদ্বেগের বিষয়। এমনটা হওয়া উচিত নয়।”

Exit mobile version