Site icon Jamuna Television

১৬টি কুকুরছানাকে পিটিয়ে হত্যা: এখন আদালতে দৌড়াচ্ছেন ২ ছাত্রী

ভারতে পশ্চিমবঙ্গে একটি নার্সিং কলেজের দুই ছাত্রী তাদের হোস্টেলের পাশে চেঁচামেচি করা ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মেরে ফেলেছিলেন। সেই দৃশ্য ধারণ করে পাশের বিল্ডিংয়ের কেউ একজন তা ফেসবুকে ছেড়ে দেন। এরপরই নিন্দা আর সমালোচনার ঝড় ওঠে।

শেষমেশ ভারতের পুলিশ বাধ্য হয় ওই দুই ছাত্রীকে খুঁজে বের করে আইনের আশ্রয়ে নিতে। আটকের পর তাদের বিরুদ্ধে প্রাণী হত্যার অভিযোগ আনা হয়। যদিও দুই ছাত্রী সোমা বর্মন ও মৌটুসি মণ্ডলকে আজ জামিন দিয়েছে শিয়ালদহ আদালত৷

ভিডিওয় দেখা যায়, নার্সিং হস্টেলের সামনে কুকুর ছানাদের পেটাচ্ছেন দুই তরুণী। কুকুরছানাদের আর্তনাদেও পেটানো থামাননি তাঁরা। এনআরএস হাসপাতালে প্যাকেটবন্দি ১৬টি কুকুর ছানার দেহ উদ্ধার হয় রবিবার।

Exit mobile version