Site icon Jamuna Television

বিছানাতেই পুড়ে ছাই হলো ৬০ বছরের বৃদ্ধা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে আগুনে পুড়ে নাছিমা খাতুন নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আগুনে একটি বসত ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার রাত সাড়ে ১০টায় দক্ষিণ আলীপুর গ্রামের মনু মিস্ত্রীর বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত নাছিমা খাতুন ওই বাড়ীর আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে মনু মিস্ত্রী বাড়ীর আবু বক্কর সিদ্দিকের ঘরে আগুন লেগে যায়। আগুনের লেলিহান দেখে ভিতরে থাকা লোকজন দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেও অসুস্থ নাছিমা খাতুন তার বিছানাতেই রয়ে যায়। এ সময় আগুনে পুড়ে বিছানায় থাকা নাছিমা খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়।

কবিরহাট থানার উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারও বিষ্ফোরণ হলে আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে এবং আগুনে পুড়ে ঘরে থাকা নাছিমা খাতুনের মৃত্যু হয়।

Exit mobile version