Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: গ্রেফতার ৫

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার মগবাজার, মোহাম্মদপুর, সাভার, ডেমরা ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব সদর দফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়, গুজব সৃষ্টি, উসকানিমূলক প্রচার চালিয়ে আসছিল তারা।

গ্রেফতার পাঁচজনের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

Exit mobile version