Site icon Jamuna Television

সিরিয়ায় আইএস’র হামলায় ৫ মার্কিন সেনাসহ ২০ জন নিহত

সিরিয়ার মানবিজ শহরে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ মার্কিন সেনাসহ নিহত হয়েছে কমপক্ষে ২০ জন, আহত অন্তত ১৮। বুধবারের এ হামলার দায় স্বীকার করেছে আইএস।

এক বিবৃতিতে আইএস জানায়, কুর্দি নিয়ন্ত্রণাধীন শহর মানবিজের সেনা পরিষদের সাথে জরুরি বৈঠকের জন্য আসা মার্কিন গাড়িবহরকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।

ওদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বোমার আঘাতে ৩ সেনা, একজন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন কন্ট্রাকটর নিহত হয়েছেন। আহতদের মধ্যে মার্কিন সেনাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের দাবি আইএস বিরোধী অভিযান থেকে যুক্তরাষ্ট্রকে লক্ষ্যচ্যুত করতেই এ হামলা চালানো হয়েছে।

Exit mobile version