Site icon Jamuna Television

সরকারের কারসাজিতে খালেদা জিয়ার জীবন গভীর সংকটে: রিজভী

সরকারের কারসাজিতে খালেদা জিয়ার জীবনকে গভীর সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানান তিনি।

রিজভী বলেন, টিআইবি’র রিপোর্টে সরকার ও নির্বাচন কমিশনের আঁতে ঘা লেগেছে। ভোট ডাকাতির মহাসত্য প্রকাশ হওয়ায় সরকারের মন্ত্রী ও নির্বাচন কমিশনাররা মুখ লুকাতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আহমেদ জানান, নির্বাচনের পরও সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে, যা নজিরবিহীন।

Exit mobile version