Site icon Jamuna Television

সাংবাদিক আমানুল্লাহ কবিরের দাফন সম্পন্ন

বরেণ্য সাংবাদিক আমানুল্লাহ কবিরের দাফন সম্পন্ন হয়েছে জামালপুরে তার গ্রামের বাড়িতে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মেলান্দহের রেখিরপাড়া এলাকায় তাঁর জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় খ্যাতিমান এই সাংবাদিককে।

এর আগে, বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আমানুল্লাহ কবীরের প্রতি শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। পরে জানাজায় শরীক হন সবাই।

মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭২ বছর বয়সী আমানুল্লাহ কবির। দীর্ঘ চার দশকের সাংবাদিকতা ক্যারিয়ারের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে সরব ছিলেন তিনি।

Exit mobile version