Site icon Jamuna Television

বগুড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ছাতনী বাজার এলাকায় রাস্তার পাশ থেকে মারুফ হোসেন (২৪) নামের এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

মারুফ হোসেন নওগাঁ সদর উপজেলার কামাইগাড়ী মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে। আদমদীঘি থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বুধবার রাত ২টায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মারুফ।

বৃহস্পতিবার সকালে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের ছাতনী বাজারের মৃধাপাড়া নামক স্থানে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ বেলা সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Exit mobile version