Site icon Jamuna Television

সুবর্ণচরে গণধর্ষণ: বাড়িতে ফিরলেন সেই নারী

টানা ১৭ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার ওই নারী। ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

শারীরিকভাবে অনেকটাই সুস্থ জানিয়ে সকালেই তাকে বাড়ি যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে সদর হাসপাতাল ছেড়ে যান ওই গৃহবধূ। এসময় তিনি ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। একইসাথে নিরাপত্তার বিষয়টি নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

গত ৩০ ডিসেম্বর সুবর্ণচরে নিজ বাড়িতে হামলা-ভাঙচুরের পর, স্বামী-সন্তানকে বেঁধে রেখে নির্যাতনের শিকার হন তিনি।

Exit mobile version