Site icon Jamuna Television

দেশের বিভিন্ন স্থানে শিক্ষকসহ ৫ জনের লাশ উদ্ধার

দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকসহ ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের চার দিন পর দুপুরে নওগাঁর ধামইরহাটে ঘুকশী নদী থেকে উদ্ধার হয় জামাল উদ্দিনের লাশ। এসময় তার হাত-পাঁ বাধা অবস্থায় ছিলো। জামাল উদ্দিন জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজের বাংলা বিভাগের শিক্ষক।

গোপালগঞ্জে নিখোঁজের ১১ দিন পর ইজিবাইক চালক অবিনাশ পোদ্দারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া, নরসিংদীর বিলাসদীতে রেলওয়ের জলাশয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।

সাভারে অপহরণের চারদিন পর জতীশ চন্দ্র নামে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার হয়েছে ধামরাই থেকে। এ ঘটনায় একজনকে আটক হয়েছে।

এছাড়া, বগুড়ার সান্তাহারে উদ্ধার হয়েছে মারুফ নামে এক অটোরিকশা চালকের মরদেহ।

Exit mobile version