Site icon Jamuna Television

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত ২: আহত ৪

প্রতীকী ছবি।

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ২ জন। আহত হয়েছে আরো ৪ জন। নিহত এবং আহতরা সবাই অটোরিক্সার যাত্রী।

পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী হিমাচল পরিবহন লাকসামের চন্দনা বাজারে এলে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়। আহত হয় অটোরিক্সার ৪ যাত্রী।

নিহতরা হলো লাকসাম পৌর এলাকার পশ্চিম গায়ের ইদ্রিস মিয়া ও নরপাটি এলাকার আলম। আহতদের লাকসামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিক্সাটি পুলিশ হেফাজতে রয়েছে।

Exit mobile version