Site icon Jamuna Television

কলম্বিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

কলম্বিয়ার রাজধানী বোগোতায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রাণ গেছে অন্তত ১০ জনের। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬৬ জন। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ হামলা করা হয়। জেনারেল স্যানট্যান্ডার পুলিশ একাডেমিতে ক্যাডেটদের পদোন্নতি অনুষ্ঠান চলার সময় ঘটে বিস্ফোরণ। প্রবেশপথে নিরাপত্তারক্ষীরা গাড়িচালককে থামার নির্দেশ দিলে, উল্টো গতি বাড়ান চালক। সজোরে গাড়িটি চালিয়ে নিয়ে ধাক্কা দেন একটি দেয়ালে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরও কেঁপে ওঠে, ভেঙে পড়ে জানালার কাঁচ।

হামলায় ব্যবহৃত গাড়ির চালক হিসেবে ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ইভান দুকে। প্রত্যয় জানিয়েছেন, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার।

Exit mobile version