Site icon Jamuna Television

সাভারে গণধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক গণধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়ার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রাতে বিরুলিয়া এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। এ সময় নিহতের গলায় একটি কাগজে ‘আমি ধর্ষণ মামলার মূল হোতা’ লেখা একটি কাগজ পাওয়া যায়।

পুলিশ জানায়, একটি মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা রিপনকে হত্যা করেছে তা নিশ্চিত নয়। ওই ঘটনায়
ধর্ষিতার বাবার করা মামলার মূল আসমি রিপন।

এর আগে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কারখানা ছুটির পর বাড়ি ফেরার উদ্দেশে রওনা দেয় পোশাক শ্রমিক নাজমা। এ সময় স্থানীয় রহিম, শিপন ও কারখানার লাইন চিফ রিপনসহ পাঁচ বখাটে তার পথরোধ করে। পরে তাকে কারখানার পেছনে একটি মাঠে নিয়ে চালানো হয় পাশবিক নির্যাতন। ৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্যাতনের শিকার ওই শ্রমিক।

Exit mobile version