Site icon Jamuna Television

রাজনীতিতে ফিরছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী!

আবারও রাজনীতিতে ফিরছেন ইতালির তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। তবে এবার দেশের মাঠে নয়, অংশ নেবেন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে।

আসছে মে মাসের এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বার্লুসকোনি নিজেই।

২০১৩ সালে করফাঁকির মামলায় অভিযোগ প্রমাণের পর, এবারই প্রথম কোনো নির্বাচনী লড়াইয়ে নাম লেখাচ্ছেন ৮২ বছর বয়সী এ রাজনীতিবিদ। গেল বছরের মে মাসে তার রাজনীতি করার ওপর নিষেধাজ্ঞা উঠে যায়। ফিরে পান রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালনের অনুমতিও।

ইতালির সবশেষ নির্বাচনে বার্লুসকোনি নেতৃত্বাধীন জোট ফোর্জা ইতালিয়া বেশি আসন পেলেও, সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় হারায় সরকার গঠনের সুযোগ। অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বাড়াতে বরাবরই আঞ্চলিক নির্বাচনে দাঁড়িয়ে থাকেন ইতালীয় রাজনীতিকরা।

রাজনীতিতে ফেরা নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “আমার বয়স হয়েছে। তাও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে এ সিদ্ধান্ত নিয়েছি আমি। ইতালির বর্তমান সরকারের মধ্যে বিশ্বকে নিয়ে অন্তর্দৃষ্টির অভাব লক্ষ্যণীয়। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে অক্ষম আর অনভিজ্ঞ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদগুলো আঁকড়ে আছে। দেশের স্বার্থে এই সরকার পরিবর্তনের বিকল্প নেই।”

Exit mobile version