Site icon Jamuna Television

বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং এর যাবজ্জীবন কারাদণ্ড

সিনেমায় অভিনয়রত বিতর্কিত ধর্মগুরু রাম রহিম

 

ভারতে সাংবাদিক হত্যার দায়ে বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং ও তার তিন সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

বৃহস্পতিবার হরিয়ানার একটি বিশেষ আদালত এই রায় ঘোষণা করে।

দুই নারী অনুসারীকে ধর্ষণের অপরাধে বর্তমানে ২০ বছরের সাজা ভোগ করছে তথাকথিত এই ধর্মগুরু। নিজের আশ্রমে নারী শিষ্যদের ওপর যৌন সহিংসতার খবর প্রকাশ্যে আনায় ২০০২ সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন রাম রহিম সিং। যা পালন করে তার তিন সহযোগী।

গেল আগস্টে, ১৫ বছর আগের ধর্ষণের মামলায়, দোষী সাব্যস্ত হন ‘রকস্টার বাবা’ খ্যাত গুরমিত রাম রহিম সিং। যার জেরে সেসময় হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যজুড়ে তাণ্ডব চালায় তার ভক্তরা। তবে তাতে শেষ রক্ষা হয়নি এই বিতর্কিত ধর্মগুরুর, শেষ পর্যন্ত তাকে জেলে যেতেই হয়েছে।

Exit mobile version