Site icon Jamuna Television

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ে গেছে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ে গেছে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল রাতে উপজেলার রনজন বিবি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সোয়া দশটার দিকে বাজারের একটি তুলার দোকানে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরমধ্যেই সম্পূর্ণ পুড়ে যায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

Exit mobile version