Site icon Jamuna Television

গবেষণার নামে পরাজিত দলকে স্যালাইন দিয়ে সুস্থ করার চেষ্টা করছে টিআইবি: তথ্যমন্ত্রী

গবেষণার নামে পরাজিত দলকে স্যালাইন দিয়ে সুস্থ করার চেষ্টা করছে টিআইবি এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে পরাজয়ের পর মুখ রক্ষার জন্য বিএনপি ও ঐক্যফ্রন্ট সংলাপের দাবি করছে। তথ্যমন্ত্রীর অভিযোগ, বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রতিপক্ষে ধস নামানোর চেষ্টা করছে; যা কখনো সফল হবে না। এসময় তিনি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগও করেন।

Exit mobile version