Site icon Jamuna Television

ধারণক্ষমতা ও পরিস্থিতি বুঝে ধান-গম ক্রয়: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

সরকারি গুদামের ধারন ক্ষমতা বৃদ্ধি আর পরিস্থিতির উপর নির্ভর করে ধান ও গম কেনার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শুক্রবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন- দেশে খাদ্যগুদামের মোট ধারন ক্ষমতা ২১ লাখ মেট্রিক টন। এর সিংহ ভাগে মজুত আছে চাল। উৎপাদিত শস্যের নায্য দাম নিশ্চিত করতে আগামীতে কৃষকের কাছ থেকে ধান ও গম কেনা হবে। তবে তার আগে গুদামের ধারন ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হচ্ছে। তাছাড়া পরিস্থিতি বিবেচনা করে সরকার ধান-গম কেনার সিদ্ধান্ত নিবে।

বাজারে চালের দর স্থিতিশীল রাখতে প্রতিটি জেলায় মনিটরিং কমিটি সক্রিয় থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন- দেশে পর্যাপ্ত খাদ্যশস্য আছে। দর বৃদ্ধির সম্ভাবনা নেই। সিন্ডিকেট করে কাউকে দর বৃদ্ধির সুযোগ দিবেনা সরকার।

মন্ত্রী বলেন, খাদ্যশস্য সংগ্রহের সময় ওজন ও গুনগত মানের বিষয়ে খাদ্য বিভাগের অবস্থান জিরো টলারেন্স। কোথাও কোন অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে সকালে মন্ত্রী পত্নীতলা উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন করেন।

Exit mobile version