Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত মামুন নিয়া ডাকাত দলের সদস্য।

গতকাল রাত দুইটার দিকে দেওড়াপাড়ায় এই ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার বিকালে মামুনকে নবীনগর থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী গতকাল রাতে দেওড়াপাড়ায় অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। সে সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মামুনের সহযোগীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মামুন।

তার বিরুদ্ধে ২টি ডাকাতিসহ ৪টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

/আরএএম

Exit mobile version