Site icon Jamuna Television

১৮ ঘণ্টা পর খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত হবার ১৮ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার সকালে লাইনচ্যুত ইঞ্জিন ও কোচটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়। এরপরই খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, পাবনার পাকশি থেকে রাত ১০টার দিকে উদ্ধারকারী ট্রেন আসে। এর পর রেলওয়ের ৮০ জনের একটি দল ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সংস্কারে কাজ করে।

শুক্রবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস আলমডাঙ্গায় ও খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস যশোরে আটকা পড়ে।

Exit mobile version